অদ্য ০৭ মে ২০২৩ইং র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার চৌগাছা থানার রাজাপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক সকাল ০৭:৩০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানার রাজাপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোছাঃ চম্পা বেগম, স্বামী- মোঃ মহিউদ্দিন লালটু, সাং- রাজাপুর, থানা- চৌগাছা, জেলা-যশোরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল এবং ০৪টি সিমকার্ডসহ উদ্ধার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।