আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টা দিকে সৈয়দপাড়া নামক গ্রামে রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস টি পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।
এ বিষয়ে বেনাপোল রেল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রশিদ বলেন, এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে তবে সঠিকটা ময়না তদন্ত শেষে জানাযাবে তার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।