গ্রেফতার ও উদ্ধার অভিযান
আগামী ৩১শে মার্চ ২০২১ খ্রিঃ যশোর সদর পৌরসভা সাধারণ নির্বাচনকে ঘিরে শহরে বাড়তি নিরাপত্তা জোরদারের পাশা-পাশি সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব রুপন কুমার সরকার, পিপিএম সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি’র) একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের বিরামপুর এলাকা হতে রাত ২০.৩০ ঘটিকায় মাসুদ রানা (২৮), নামের এক ব্যক্তিকে আটক করে।
তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার শ্যালক কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মহিদুল ইসলাম, পিতা-আব্দুল খালেক, সাং- এনায়েতপুর, থানা- কোতয়ালী, জেলা-যশোর ( বর্তমানে জেল হাজতে আছে) সে অনুমান ২/৩ মাস আগে তার নিকট একটি বিদেশী পিস্তল ও গুলি রেখে যায়।
পরবর্তীতে মাসুদের দেখানো মতে এনায়েতপুর সাকিনে রাত ২২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে মহিদুলের বসতবাড়ীর আম গাছের গোড়া থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১৩৭ তাং-২৩/০৩/২০২১ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। মাসুদ রানা (২৮), পিতা- মোঃ সামছুল হক, সাং- বিরামপুর, থানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামত :
১। ০১টি ৭.৬৫ বিদেশী পিস্তল
২। ০১টি ম্যাগজিন
৩। ০২ রাউন্ড গুলি।
Leave a Reply