
মো: রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা অবৈধ ফিজিওথেরাপি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯,৩০ মিনিটের দিকে হাসপাতালের গার্ড পুলিশের সহায়তায় এসব অবৈধ ফিজিওথেরাপি কর্মীদের আটক করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, সরকারি অনুমোদন ছাড়াই কয়েকটি বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা হাসপাতালে রোগীদের কাছে গিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আটক করা হয়। তাদের মধ্যে রয়েছে.সেবা ফিজিওথেরাপি সেন্টার, হিড্যো ফিজিওথেরাপি সেন্টার, সোনালী ফিজিওথেরাপি সেন্টার, মেঘনা ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা। অভিযান চলাকালে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাদের আটক করে তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের কক্ষে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।
তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত জানান, সরকারি হাসপাতালে অনুমোদনবিহীনভাবে বেসরকারি চিকিৎসা সেবা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।