গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৪টার দিকে টমেটোবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্সের রোগী সুন্দরী পাহান (৬৫), তাঁর মেয়ে আদুরী মুরালি এবং অ্যাম্বুলেন্সের চালক জাফর ইকবাল।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি সড়কের সঠিক লাইনে চলছিল, তবে ট্রাকটি বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে জড়ায়। ট্রাকটি বসন্তপুর থেকে টমেটো নিয়ে রাজবাড়িহাট যাচ্ছিল। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়, যার ফলে সেখানেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা অ্যাম্বুলেন্সে থাকা সুমি রানি, অসীম মুরালি ও সুদেব মুরালিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়, তবে তার সহকারীকে আটক করা হয়। পরে জনতার হাত থেকে পালিয়ে যান সহকারীও।
সুন্দরী পাহানের জামাতা হীরালাল পাহান জানান, সুন্দরী পাহানকে গত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা আসার পর লাশ হস্তান্তর করা হবে।