মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরোঃ গত ইং১৬- ০৬-২০২৩- তারিখ রাত অনুমান (২০) ঘটিকায় সময় গাজীপুর জেলা শ্রীপুর থানা দিন নয়নপুর সাকিনস্থ, রিদিশা গার্মেন্টসের এক জন কর্মী মোছাঃ শামসুন্নাহার( ৪৫) শামী (মৃত) শাহজাহান পিতা- (মৃত) আব্দুর রাজ্জাক ভূঁইয়া- সাং। করিমগঞ্জ জেলা, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা হইতে হাইওয়ে মিনিবাস,যাহার রেজিঃ, নাং, ময়মনসিংহ ,(জ)১১-০১৭৩-গাড়িতে উঠিয়া ভালুকা আসার পথে ভালুকা থানাধীন সিডষ্টোর বাজার মায়ের মসজিদ সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসা মাত্র ময়মনসিংহগামী লেনে আসা মাত্র গাড়িতে ও ভিকটিম শামসুন্নাহার (৪৫) কে একা পাইয়া উক্ত বাসের ড্রাইভার মোঃ রাকিব- (২১) পিতা মোঃ আমির হোসেন সাং ,মুশুদ্দি-কুমারপাড়া- থানা ধনবাড়ী জেলা টাঙ্গাইল-ও হেল্পার মোঃ আরিফ (২০), পিতা আরফান আলী,সাং-রায়মনি, থানা -ত্রিশাল জেলা ময়মনসিংহ এবং বাস গাড়ির, সুপারভাইজার ,আনন্দ দাস,(১৯) পিতা শ্রী রবিদাস,সাং-কাশিগঞ্জ, থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ ঘন বাসের ভিতর ধর্ষনের চেষ্টা করিলে ভিকটিম আসামিদের সাথে ধস্তাধস্তি করিতে থাকে।
এক পর্যায়ে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হইয়া ভিকটিম শামসুন্নাহার কে চলন্ত গাড়ি হইতে রাস্তায় ফেলে দিলে মাথায় মারাত্মক যখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখিয়া স্থানীয় লোকজন অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল ও পুলিশ সুপার ময়মনসিংহ সার্কেল অবহিত কোরিয়া স্যারদ্বয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ জাহাঙ্গীর আলম ও প্রাত্রি কালীন টহল ডিউটিতে নিয়োজিত এসআই ( নিং) মোঃ আলমগীর হোসেন ও সঙ্গীয় ও ফোর্স,কং/২০১২, শাহিনুর ইসলাম, কং/৫১৮, আসাদুজ্জামান, ড্রাইভার কং/৮৭৩ শাহরিয়ার কবির কং/৫১৩ দেলোয়ার হোসেন এবং ড্রাই কং/১১৯৫, মোঃ সাব্বির আলমসহ তাৎক্ষণিক ভাবে ভিকটিমকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন এবং বিশেষ অভিযান পরিচালনা করিয়া ত্রিশাল থানা এলাকা হইতে ১। ডাইভার মোঃ রাকিব (২১),২। হেল্পার মোঃ আরিফ (২০),৩।
বাস গাড়ির সুপারভাইজার আনন্দ দাস,(১৯) গনকে গ্ৰ্যফতার করেন ও তাদের ব্যবহ্নত যাত্রীবাহী বাস গাড়িটি উদ্ধার করেন। বর্ণিত ঘটনার বিষয়ে চিকিৎসাধীন ভিকটিম শামসুন্নাহার কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাছুম আহমেদ ভূঞা, খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন ও উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।