গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের অভিযান পরিচালনা করে ঢাকা রংপুর মহাসড়কে গাড়ী চেকিং করাকালে এন এন ট্রাভেলস্ নামে যাত্রীবাহী বাসের সিটে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রুপ কুমারের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এএসআই, এএসআই রাম চন্দ্র প্রামানিক, কং/৭২৫ মোঃ আবু তালেব, কং/৬৯০ রায়হান ইসলাম, কং/৮৬৬ মোঃ আবুল কালাম আজাদ, কং/৪৪৮ মাহবুবুর রহমান, কং/১০৭১ মোঃ মসফেকুর রহমান, কং/৮০০ মোঃ মাহালম, গাড়ি চেকিং করাকালে আজ ৩ মার্চ বৃহস্পতিবার ৪ টা ৫৫ মিনিটের সময় রংপুর-বগুড়া মহাসড়কের উপর রংপুর টু ঢাকা গামী N.N TRAVELS যাত্রী বাহী বাস যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৪২৩০ এর সর্বশেষ লাইনের পিছনে ফাকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো একটি পোটলায় ২৫টি ব্লু রংয়ের জিপার ব্যাগ যাহার প্রতিটিতে ২০০ পিস্ করে সর্বমোট ২০০x২৫=৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৫,০০০x৩০০= ১৫,০০,০০০/- (পনের লক্ষ্য) টাকা ইং-০৩/০৩/২০২২ তারিখ ১৭.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। যাহার পলাশবাড়ী থানার জিডি নং-১৩১, তারিখ-০৩/০৩/২০২২ খ্রিঃ।
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা।