বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব -৮

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫১ বার পঠিত

 

সাইফুল্লাহ নাসির,স্টাফ রিপোর্টারঃ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফিরোজকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থেকে র‌্যাব ৮, সিপিসি ১,পটুয়াখালী ক্যাম্প।

আজ অদ্য ৭ই মার্চ সকাল আটটা দশ মিনিটের সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল যাবজ্জীবন ওয়ারেন্টভুক্ত (সাজাপ্রাপ্ত) পলাতক আসামী ফিরোজ কে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রহমতনগরের সুর্যমনি এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফিরোজ বাউফল উপজেলার কবির কাঠী এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।

র‌্যাব ৮, সিপিসি ১,পটুয়াখালী ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়। আসামি দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন। ২০০৩ সালের বাউফল থানার ধারা ১৪৯, ৩০৭, ৩২৬ পেনাল কোডে অভিযুক্ত ছিলেন। যার জিআর নং ২৯৪, ০৩।

ঘটনার বিবরনে জানা যায়,আসামী মোঃ ফিরোজ জমি সংক্রান্ত বিষয়ে ২০০৩ সালে দাঙ্গা সৃষ্টি করে ভিকটিমকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম ও মারাত্মকভাবে পায়ের রগ কেটে দেয়। ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হলে ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় মামলা দায়ের করেন। ২০০৩ সালে মামলা হলে অন্যান্য আসামি ধরা পরলেও  আসামী ফিরোজ প্রায় ২২ বছর পলাতক ছিল। আসামী পলাতক অবস্থায় পটুয়াখালী দায়রা জজ আদালত কর্তৃক ২০০৭ সালে যাবজ্জীবন কারাদন্ডসহ পাঁচ হাজর টাকা জরিমানায় দন্ডিত হন এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সুস্থ স্বাভাবিক অবস্থায় পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991