ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার : রমজান মাসকে ঘিরে মাসব্যাপী ইফতার সামগ্রীর আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। যেখানে প্রতিদিন ৩০০ জনের অধিক অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
সাজ্জাদুল মিরাজ জানায় – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি মাসব্যাপী অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের জন্য ইফতার সামগ্রীর আয়োজন করেছে।
এ সময় তিনি আরো জানায় -দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের কারণে তিনি এলাকায় থাকতে পারেননি তারপরেও বিভিন্নভাবে দুর্যোগ,করোনা ও বন্যায় মানুষদের সহযোগিতা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
সরেজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ সাজ্জাদুল মিরাজের অফিসের সামনে অবস্থান করছে এবং লাইন ধরে ইফতার সামগ্রী সংগ্রহ করছে।
মিরপুর ১ নম্বর এলাকায় দীর্ঘদিন ধরে রিকশা চালায় আব্দুর রহিম। তিনি মাতৃজগত পত্রিকাকে জানায় রমজানের প্রথম দিন থেকেই তিনি এখান থেকে ইফতার নিচ্ছেন। কখনো কখনো তিনি এখানে ইফতার করছেন।
অসহায় দুঃস্থ মানুষের জন্য রমজান মাসে সাজ্জাদুল মিরাজের এমন উদ্যোগকে স্বাগত জানায় এলাকাবাসী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।