পলাশ তালুকদার স্টাফ রিপোর্টার – বিএনপি পরিবারের সন্তান ভোলার বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক,
ভোলা ২ ( বোরহানউদ্দিন দৌলতখানের বিএনপির অভিভাবক জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর অত্যন্ত স্নেহধন্য জসিম উদ্দিন খান –
এক সময়ের বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক, আহবায়ক ও পরবর্তীতে উপজেলা ছাত্রদলের সভাপতি হয়ে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।
বোরহানউদ্দিন উপজেলার দুর্দিনের ছাত্রদল আজকের সফল উপজেলা ছাত্রদল তার হাতে অনেকটা গড়া।
দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছর জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছেন বারবার, পিতার সম্পদ, স্ত্রীর গহনা বিক্রি করে বিভিন্ন সময় একাধিক মামলার হাজিরা ও দিয়েছেন।
শুধুমাত্র বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর কখনো বসত ঘরে ঘুমাতে পারেননি। বোরহানউদ্দিন উপজেলার নয়টি ইউনিয়নের অসংখ্য কর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ -দেখা হলে সাধ্যমত আপ্যায়ন করতে কখনো কৃপণতা করেননি।
সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে জননেতা হাফিজ ইব্রাহিম এর হাতে গড়া সংগঠক জসিম উদ্দিন খান দলের দুর্দিনের নায়ক।
বিএনপি প্রেমী সাধারণ জনতার বক্তব্য জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর কাছে দলের সুসময় ভালোবাসায় ও স্নেহে পুষ্ঠু থাকবেন তিনি।
গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জসিম উদ্দিন খানের মতো এরকম অসংখ্য পরীক্ষিত বিএনপি প্রেমী মানুষের স্বপ্ন গণতন্ত্র উন্নয়নে ও অসাম্প্রদায়িকতায় বাস্তবায়ন হোক স্বপ্নের বাংলাদেশ।