যৌতুক
লেখিকা-শারমিন
—————————-
কিছু মানুষ আজও দেখি
ভবের মাঝে আছে,
স্বার্থ ছাড়া যায়না কভু
অন্য জনের কাছে।
বিয়ে করবার নামে তারা
আয়ের কথা ভাবে,
মোটা অংকের টাকা নিয়ে
কোরমা-পোলাও খাবে।
সকল বাবার থাকেনা তো
ভুরি ভুরি টাকা,
সম্প্রদানে কন্যাকে তাই
পাঠিয়ে দেয় ফাঁকা।
স্বার্থ লোভী শ্বশুর মশাই
রাগে উঠে ফুলে,
স্বামী বেটা কপাল থাবড়ায়
নিজের কর্ম ভুলে।
নির্যাতনে বোনটি কাঁদে
সঙ্গে কাঁদে বাবা,
আর কতকাল যৌতুক লোভী
মারবে কালো থাবা!