শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

রংপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পঠিত

 

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর মহানগরীতে ভাড়া ফ্লাট বাসায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়ে। এরআগে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নীলফামারীর চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের (বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় বহিস্কৃত) সভাপতি আব্দুল বারেক, যশোরের বিপাশা খাতুন এবং দিনাজপুরের সাদিয়া আকতার।

আরপিএমপির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতাসিম বিল্লাহ জানান, রংপুর মহানগরীর বিভিন্ন মহল্লায় ফ্লাট বাসা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল। বিষয়টি আমরা অনুসন্ধানে রেখেছিলাম। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ধরনের একটি খবর পেয়ে নগরীর সরদারপাড়া মহল্লায় অভিযান চালায়। সেখানে মোফাখলারুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে বীনা রানী নামের এক নারী অসামাজিক ব্যবসা করে আসছিলেন। সেখানে অভিযান চালিয়ে ভাড়াটিয়া বীনা রানীর ফ্লাট থেকে তিনজনকে গ্রেফতার করি। তাদের নামে মামলা রুজু করে আদালাতের মাধ্যমে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991