মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে র্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভূয়া র্যাব সদস্য মো. আবু সাঈদকে (৩৫) তার সহযোগীসহ গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ এর উপ-পরিচালক মেজর এইচ এম ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, কাউনিয়া উপজেলার বালাপারা ইউনিয়নের চেয়ারম্যান র্যাবকে জানান যে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে পরিচয় দিয়ে ২ জন লোক কিছুদিন ধরে তার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের কাছ থেকে টাকা আদায় করছে। এ অভিযোগের প্রেক্ষিতে র্যাব বৃহস্পতিবার ভোর রাতে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ হতে র্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভূয়া র্যাব সদস্য লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বাবুল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (৩৫) তার সহযোগী রংপুর নগরীর হনুমান তলা এলাকার আব্দুল হাকিম মুন্সির ছেলে সাজেদুল ইসলাম সৌরভ (৩২)কে ভূয়া র্যাব পরিচয়পত্র, র্যাব জ্যাকেট এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত নানাবিধ সামগ্রীসহ গ্রেফতার করে