এম এ হোসেন পাটোয়ারী স্টাফ রিপোর্টারঃ
রংপুর পীরগাছায় তিন দিন পর মিলি বেগম নামের এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পীরগাছা পারুল ইউনিয়নের কুটিয়াল পাড়ায় মানিক মিয়ার স্ত্রী মিলি বেগম তিন দিন থেকে নিখোঁজ থাকায় স্বামী মানিক মিয়া তার স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে।তার আত্মীয়-স্বজন কে নিয়ে খোজ করে।মিলির বাবা আসাদ আলী সহ পীরগাছা থানায় অভিযোগ করতে এসে তখনি হঠাৎ একজন পুকুর পাড়ে গর্ত দেখে এগিয়ে গিয়ে লাশ দেখতে পেরে পুলিশকে সংবাদ দেয়।এই সংবাদ শুনে মানিক মিয়ার বাড়ির লোকেরা আত্মীয়র বাসায় বেড়ানোর কথা বলে বাসা থেকে পালিয়ে যায়।
মানিক মিয়াকে জিঙ্গাসাবাদ করে জানা যায়, স্ত্রী মিলি বেগম কে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে গর্তে পুতে রাখে।
পীরগাছা থানার পুলিশ সরেশ চন্দ্র মিলি বেগমের লাশ উদ্ধার করে তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।