মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীত ও হিমেল হাওয়া। এই অবস্থায় রংপুর বিভাগের আরও ৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে দিনাজপুর ও কুড়িগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ষোষণা করা হয়।
সোমবার থেকে বন্ধ হওয়া জেলাগুলো হচ্ছে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী। এনিয়ে রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে ৬ জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হল। এই ৬ জেলায় ৮ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে শীতের কারণে। গত সপ্তাহের বৃহস্পতিবার দিনাজপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে রবিবার পঞ্চগড় জেলার স্কুলগুলো খুলে দেয়া হলে সোমবার নতুন করে আরও ৪ জেলার স্কুল বন্ধ ঘোষণা করা হয়।
কনকনে শীতে সারা দেশের ন্যায় রংপুর বিভাগও কয়েকদিন থেকে কাঁপছে। এছাড়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাপমাত্রা ৮ ডিগ্রী সেলিসিয়াস থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল। প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, শীতের তীব্রতার কারণে অনেক শিক্ষার্থীর সর্দিসহ বিভিন্ন রোগ বালাইয়ের শঙ্কা দেখা দিয়েছিল। একারণে রংপুর বিভাগের ৬ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত পরিস্থিতির উন্নতি হলে বিদ্যালয় খুলে দেয়া হবে।