ভোলার লালমোহনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ এর আয়োজন করা হয়। রবিবার (২৩ জানুয়ারি) সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো: এনায়েত হোসেন প্রমূখ।এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মো: ওমর সিরাজী, মো:শামীম রেজা, সভাপতি মো:ফিরোজ, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন ইমনসহ অনান্য সদস্যরা।
আলোচনায় বক্তরা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংগঠনটি তাদের নিজেদের কার্যক্রম আরো গতিশীল করে মানুষের উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্বেচ্ছাসেবীদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।