কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়িতে ভাংচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মঙ্গলবার (১০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান মোঃ মাহবুবুর রহমান। জানা যায়, গত রোববার (৮ জুন) রবীন্দ্র কাছারি বাড়িতে এক দর্শনার্থী দম্পতির ওপর কর্মচারীদের হামলার ঘটনা ঘটে। পরে শাহনেওয়াজ সোহান নামের দুবাইপ্রবাসী এক যুবককে কাস্টডিয়ান মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০ জুন) সর্বস্তরের শাহজাদপুর বাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাছারি বাড়ির সামনে পৌঁছালে,কিছু বিক্ষুব্ধ জনতা ভেতরে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা,জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় কয়েকজন কর্মচারীকেও মারধর করা হয়। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিন বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার ঘটনায় রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান মোঃ মাহবুবুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, “রবীন্দ্রনাথের স্মৃতিকে কেন্দ্র করে এমন সহিংসতা লজ্জাজনক ও অপমানজনক। দোষীদের শাস্তি নিশ্চিত না হলে ইতিহাস ক্ষমা করবে না। ”অনেকে বলছেন, এই ঘটনায় কেবল একজন প্রবাসী যুবক নয়, অপমানিত হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি ও সংস্কৃতি।🔸 কেউ কেউ প্রশ্ন তুলছেন, “একজন কাস্টডিয়ানের নেতৃত্বে কীভাবে দর্শনার্থীর ওপর হামলা হয়?”🔸 আবার কেউ বলছেন, “জনরোষ ছিল স্বাভাবিক, কিন্তু ভাঙচুর নয়।”