রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বয়ংক্রিয়করণ বিষয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ফার্ম “অরেঞ্জ বিডি” এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বয়ংক্রিয়করণ বিষয়ের অরেঞ্জ বিডির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা প্রদর্শন করা হয় এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক(চলতি দ্বায়িত্ব) মোঃ শিবলী মাহবুবসহ বিভিন্ন দপ্তর ও অফিস প্রধানগণ।
অরেঞ্জ বিডি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিও মোঃ আশরাফুল কবির, পরিচালক মোঃ শামিম হোসাইন, বিজনেস এনালিস্ট (আইটি) মোঃ সোহান দেওয়ান ও মোঃ ইভানুল ইসলাম।