এস,এম,রাকিব বগুড়া জেলা প্রতিনিধিঃ-রব্বানী পরিবহনের সকল কাউন্টারের ম্যানেজারদের মধ্যে সেরা কাউন্টার ম্যানেজার হিসেবে পুরস্কার পেলেন, গাজীপুরের বোর্ড বাজার কাউন্টার ম্যানেজার মোঃ মজিবুর রহমান।
২০২১ সালের শেষের দিকে নিলফামারী হইতে ঢাকাগামী পরিবহন হিসেবে মোট ৫ টি গাড়ী দিয়ে যাত্রী সেবা প্রদান করা শুরু করেন রব্বানী পরিবহন।
রব্বানী পরিবহন আপনাকে দিচ্ছে নিরাপদ ভ্রমন ও সঠিক সময়ে আপনার নিরাপদ গন্তব্য স্থানে পৌছানো, রব্বানী পরিবহন আপনাদের সেবাই নিয়োজিত।
রব্বানী পরিবহনের এম,ডি বিশিষ্ট সমাজসেবক দানবীর মোঃ আরেফ রব্বানী (মানিক)
গত সেপ্টেম্বর মাসে প্রতিটি স্টাফ ও যাত্রীদের মাঝে বেশি কিছু গেঞ্জি উপহার দেন।
প্রতি মাসে ভ্রমনের টিকিটের মুরি জমা দিয়ে তিনজন ভাগ্যবান পাবে ৩ টা মোবাইল ফোন, রব্বানী পরিবহনের সকল কাউন্টার ম্যানেজারের নামে লটারী করায় প্রথম ভাগ্যবান এর নাম উঠে আসে বোর্ডবাজার বাজার কাউন্টারের ম্যানেজার মজিবর রহমানের।
রব্বানী পরিবহনের এমডি বিশিষ্ট সমাজসেবক দানবীর মোঃ আরেফ রব্বানী (মানিক) এর সার্বিক দিক নির্দেশনায় গত (১৪ অক্টোবর) শুক্রবার বিকেলে রব্বানী পরিবহন এর জেনারেল ম্যানেজার এস এম কামাল ও রব্বানী পরিবহনের চেকার এস এম রাকিব সেরা কাউন্টার ম্যানেজার হিসেবে বিজয়ী মোঃ মজিবুর রহমান এর হাতে একটি ট্যাব তুলে দেন।