আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসক সম্মলেন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখনে, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে
উপস্থতি ছিলেন, অতরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতরিক্তি পুলিশ সুপার (ক্রাইমস) আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
বক্তারা বলেন, রমজানে কেউ অহেতুক জিনিসপত্রের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।