সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু
রমজান মাস উপলক্ষে মনপুরায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল রাখাসহ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বার (৩ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নিবার্হী অফিসার লিখন বনিক বলেন, রমজান মাস আসলেই নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
এ সময় তিনি মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোনভাবেই বাজারে কৃত্রিম সংকট ঘটানো যাবে না। নিত্য পণ্যের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। একই সাথে মৌসুমি ব্যবসায়ীরা যাতে নিম্নমানের পণ্য তৈরি ও বাজারজাত করতে না পারে সে বিষয়েও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, রমজান মাসে এক শ্রেণির ব্যবসায়ী অধিক লাভের আশায় ভেজাল পণ্য তৈরির উৎসবে মেতে ওঠেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সাথে হোটেল মালিকরা বাসি খাবার বিক্রি করতে না পারে সেজন্য তদারকি বাড়াতে হবে।
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বা খাদ্যে ভেজাল, সিন্ডিকেটের সাথে জড়িত থাকে তাহলে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একইসাথে বাজার মনিটারিং পাশাপাশি স্পেশাল মনিটারিং ফোর্স, বাজার নিয়ন্ত্রণ কমিটি, উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাজার নিয়ন্ত্রণে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
মতবিনিময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানিয়েছেন, রমজান মাস জুড়ে এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। বাড়ানো হবে রাত্রিকালীন টহল। তিনি বলেন, রমজান মাসে অপরাধ প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে সেহেরীর পর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেশি ঘটে। এসময় সকলকে সতর্ক থাকতে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে এসময় ব্যবসায়ীরা অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখেন। এবং বাড়ি ফেরার সময় অনাকাক্সিক্ষত ঘটনার সম্মুখীন হতে হয়। তাই নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ রাখার বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে। অতিরিক্ত অর্থ বহনের সময় প্রয়োজনে পুলিশের সাহায্য নেয়ার জন্য তিনি ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌবাহিনীর প্রতিনিধি কন্টিনজেন্ট কমান্ড মোঃ আসফাক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দিন, বাজার ব্যবসায়ী প্রতিনিধিদলের বেলায়েত হোসেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ উপস্থিত ছিলেন সামাজিক ব্যাক্তিবর্গ।