খাইরুল আলম মিরপুর প্রতিনিধিঃঢাকা, ২৪ ফেব্রুয়ারি: আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদাবাজি রোধে মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আসিফ সিকদার (২৫) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দখল বাণিজ্য ও চাঁদাবাজি করছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারি রাত ৭:৫০ মিনিটে মিরপুরের স্বাধীন মার্কেটে চাঁদার দাবিতে আসিফ সিকদার ও তার বাহিনী হামলা চালায়। তারা মার্কেটের অফিসে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ব্যাপক ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
এ ঘটনায় মার্কেটের ম্যানেজার তরিকুল ইসলাম মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি ভোর ৪:৩০ মিনিটে পুলিশ পরিদর্শক (তদন্ত) নেতৃত্বে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আসিফ সিকদারকে গ্রেপ্তার করা হয়
পুলিশের তথ্যমতে, আসিফ সিকদার শাহআলি থানাধীন সাবেক ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা এবং বর্তমানে যুবদলের কর্মী। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে দখল বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তার একটি বাহিনী গড়ে ওঠে, যা ‘শাহাদাত বাহিনী’ নামে পরিচিত।
গ্রেপ্তারের পর মিরপুর মডেল থানায় মামলা নং ৪৮, তারিখ ২৪/২/২৫ রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত থাকবে এবং আসিফ সিকদারের বিরুদ্ধে অতীতেও অন্য কোনো অপরাধের রেকর্ড আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে মিরপুর এলাকায় চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে পুলিশ। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার কর্মকর্তারা।