মোঃ কবির হাওলাদার
স্টাফ রিপোর্টার
পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানে রাঙ্গাবালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী করা হয়।
এতে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়ালিদ তালুকদার,রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও ৭১ টিভির রাঙ্গাবালী প্রতিনিধি মোঃ কামরুল হাসান,মৌডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল পাশা, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ মাহমুদ প্রমূখ।