মোঃ কবির হাওলাদার স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় সাজা পাওয়া পলাতক ছাত্রদল নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ এবং উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের গোলম আযম।
তাদের মধ্যে নুর একটি মামলায় দুই মাসের কারাদণ্ড পাওয়া এবং অর্থদণ্ডে দণ্ডিত। আর গোলাম আযমও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বুধবার দুপুরে তাদের পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে।