মোঃ কবির হাওলাদার স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়১কেজি৭০০গ্রাম গাজাসহ মোঃ শাওন ( ২৩)এবং মোঃঅপু খন্দকার (২৬)নামের দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন উপজেলার রাঙ্গাবালি সদর ইউনিয়নের ৬নংওয়ার্ডের যুগির হাওলা গ্রামের মোঃ আবুল এর ছেলে শাওন ও একই গ্রামের আঃনাসির খন্দকার ছেলে অপু খন্দকার।
মঙ্গল বার সন্ধা৭টার সময় রাঙ্গাবালী সদর ইউনিয়ানের ৬নং ওয়ার্ড যুগির হাওলা গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এস আই মোঃ রবিঊল ইসলাম ও এসআই মোঃ আলামিন তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মোঃশাওন ও অপু খন্দকার নামক দুই মাদকব্যবসায়ীকে যুগির হাওলা গ্রাম থেকে১কেজি৭০০গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালি থানার অফিসার ইনচার্জ মোঃনুরুলইসলাম মজুনদার জানান আসামীকে মাদক দ্রব্য নিয়ন্তন আইনে মামালা দিয়ে আগামীকাল সকালে আদালতে প্রেরন করা হবে।