স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল শিক্ষার্থী সহ দুইজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের বাসিন্দা জাকির কাজী (৪২) ও তার চাচাতো ভাই সালমান (১৫)। একইসাথে পিটিয়ে আহত করা হয়েছে আরো তিনজনকে। আক্রান্তদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে ।ভুক্তভোগী জাকিরের পিতা জালাল কাজী বলেন, সদ্য আবাদ করা জমিতে গিয়ে ধানের বীজ খেয়ে ফেলে স্থানীয় আবুল মাতবরের কয়েকটি ছাগল। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে প্রথমে তার ছেলে জাকিরকে এলোপাথাড়ি কোপাতে থাকে আবুল মাতবরের জামাতা কামাল মাতব্বর ও ছেলে তালেব। তাকে বাচাতে দশম শ্রেণীর শিক্ষার্থী সালমান এগিয়ে এলে তাকেও কুপিয়ে যখম করা হয়। সাথে বেধরক পেটানো হয় সালমানের আরেক ভাই ৭ম শ্রেণীর শিক্ষার্থী ঈসাকেও।তবে জাকিরের মা ভিন্ন দাবী করে বলেন, “গতকাল স্থানীয় স্লুইজ বাজারে যুবদলের শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণ করেছিল জাকির। সেই মিছিলে দুই পক্ষের সংঘাতের ঘটনা ঘটে। তারই জেরে বেলা তিনটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ আমার ছেলেকে এভাবে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। কামাল নেশা খোর মাদক ব্যাবসায়ী তার এই সন্ত্রাসী কার্যকলাপে এলাকার মানুষ অতিষ্ঠ। কামাল সহ এ ঘটনায় জড়িত দের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবী করেন তিনি। এবিষয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হোসেন জানান, “ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে গিয়েছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে কোন পক্ষ এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”