ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর পল্লবী থানায় কেক কাটার মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পল্লবী থানায় ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস মোল্লার উপস্থিতিতে “সেবা ও সদাচার ডিএমপি’র অঙ্গীকার”স্লোগানে এগিয়ে যাওয়ার ডিএমপির জন্মবার্ষিকীতে কেক কাটা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইলিয়াস মোল্লা বলেন -ডিএমপি মানব সেবায় কাজ করে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সরকারের তুলনায় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছেন ডিএমপিকে। আমি আশা করি ডিএমপি পুলিশ ঢাকা-১৬ আসনে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করবে। আমি বাংলাদেশ পুলিশের ডিএমপি ইউনিটের ৪৯ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি।
পল্লবী থানা অফিসার ইনচার্জ অপূর্ব হাসান বলেন -বাংলাদেশ পুলিশের বৃহত্তম ইউনিট ডিএমপি যেখানে ৩৩ হাজার পুলিশ সারাবছর দিনরাত মানুষকে সেবা দিয়ে থাকে।
উল্লেখ্য,কেক কাটা অনুষ্ঠানে পল্লবী থানা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।