সেলিম আহমেদ তপুঃ রাজধানীর ভাষানটেকের ধামালকট এলাকায় মো:রহমান এর সেলুনের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতো আবু বকর নামের এক কিশোর। সম্প্রতি একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোর আবু বকরকে ব্যাপক মারধর করে সেলুনের মালিক মো: রহমান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে আবু বকর নামের ওই কিশোর।
আবু বকর এর অভিভাবক মো:ফারুক অভিযোগ করে বলেন -সামান্য একটি চুরির ঘটনা কে কেন্দ্র করে তার ছেলেকে ব্যাপক মারধর করে সেলুনের মালিক রহমান। এরপর সেলুনের মালিক আবু বকর কে বাড়িতে পাঠিয়ে দিলেও বাড়ি যায়নি আবু বকর।
আবু বকরের পরিবার অভিযোগ করে আরোও বলেন -তার ছেলে নিখোঁজ নয় বরং গুম করে রেখেছে সেলুনের মালিক মো:রহমান।
তবে এসব বিষয় সেলুন মালিক রহমান কে জিজ্ঞাসা করলে সামগ্রিক বিষয়ে তিনি এড়িয়ে গিয়ে বলেন -সে বাড়ি চলে গিয়েছে। এছাড়াও নিখোঁজের বিষয়ে রহমানের কাছে মুঠোফোনে সাংবাদিক তথ্য চাইলে ফোন ধরে তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করে।
নিখোঁজের বিষয় নিয়ে আবু বকরের পরিবার ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি করে যার জিডি নং:১০৮৬।
উল্লেখ্য, নিখোঁজের এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো কোন খোঁজ মেলেনি আবু বকরের। আবু বকরের পরিবার তার সন্ধানে দ্রুত প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন।
নিখোঁজ ছেলের বাবা ফারুক মিয়ার যোগাযোগ নাম্বার
০১৬৩৪৯২৭৬৮৩