রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ায় তানিয়া ( ২২) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন গৃহকর্মী তানিয়া
পরে বাড়ির মালিক সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
বাসার মালিক দাবি করেন ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ২০ বছর বয়সি তানিয়া
গত দেড় বছর ধরে তিনি আশরাফুজ্জামান অনিকের বাসায় কাজ করে যাচ্ছেন।
উপস্থিত উৎসুক জনতা জানান অনেকক্ষণ যাবত মেয়েটি এই সাত তলা ভবনের নিচেই পড়েছিল এবং মেয়েটির ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন ছিল এক সময় উপস্থিত জনতা ক্ষিপ্ত হলে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়
সেখানে যখন নিয়ে যাওয়া হয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
ঘটনাস্থল পরিদর্শনে মিরপুর বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা উপস্থিত হন পাশাপাশি রেব 6 ও সিআইডির বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন
ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের যেমনটা জানিয়েছেন ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না আত্মহত্যা নাকি হত্যা।