রাজধানীর শাহ, আলী থানা এলাকা হতে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিঠুন ওরফে গিঠ্ঠা মিঠুন, মোসাঃ মনিরা আক্তার ও মোঃ জয়নাল উদ্দিন।
রোববার (১১ আগস্ট ২০২২) রাত ১২ টায় শাহ, আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য শাহ, আলী থানার মিরপুর-১নং বাগদাদ আবাসিক হোটেলের মেইন গেইটের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মিঠুন, মনিরা ও শরিফুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজু হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।