সিনিয়র রিপোর্টার এস এম রফিক
২৮ মে বুধবার বেলা দেড়টার দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বি ব্লকের পাঁচতলা একটি বাসার পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকেই সৌদিপ্রবাসী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। খুন হওয়া দুজন হলেন দোলনা আক্তার দোলা (২৯) ও তাঁর স্বামী নাজমুল হাসান পাপ্পু (৩৬)। গ্রেপ্তার যুবকের নাম গাউস মিয়া (৩২)। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
পুলিশ বলছে, গাউস মিয়ার সঙ্গে দোলার প্রেমের সম্পর্ক ছিল। দোলার বিয়ে হয়েছে, সেটি তিনি আগে জানতেন না। আজ সকালে গাউস মিয়া বিষয়টি জানতে পারেন। এতে ক্ষিপ্ত হয়ে দোলা ও তাঁর স্বামীকে গাউস মিয়া কুপিয়ে হত্যা করেন।
পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, দোলনা আক্তার উত্তরা ইউনিভার্সিটিতে এলএলএম করছেন। তিনি মিরপুর-১১ নম্বরে একটি ভবনের পাঁচতলায় ‘সাবলেট’ থাকতেন। তাঁর স্বামী পাপ্পু বরগুনায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এ কারণে তিনি বরগুনাতে থাকতেন। তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসা-যাওয়া করতেন। দুই দিন আগে তিনি বরগুনা থেকে ঢাকায় আসেন। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখা হবে।