ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকা কার্ভাড ভ্যানে ব্যবহার্য সামগ্রীর আড়ালে বিশেষ কৌশলে লুকায়িত ৩৬ কেজি গাজা এবং মাদক পাচার কাজে ব্যবহৃত জগ, বদনাসহ একটি কার্ভাড ভ্যান সাথে ০৩ জন মাদক চোরাকারবারি গ্রেফতার।
গত ৪ মাস আগে ১০৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার হন কুড়িগ্রাম জেলার আমজাদ হোসেন, ইসমাইল হোসেন। এর পর জামিনে ছাড়া পান। ছাড়া পেয়েই একই কাজ করতে গিয়ে আবারও বিপুল পরিমাণ মদক সহ আটক হয়েছেন সেই দুই মাদক কারবারি। অভিনব কায়দায় গাঁজা পাচার কালে তিন জনকে আটক করে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলাল আমজাদ হোসেন, ইসমাইল হোসেন এবং আনিছুর রহমান। রবিবার ভোট চার টার পর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের সামনের সড়কে একটি পিকআপ ভ্যানে অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়।
রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (গোয়েন্দা) জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উত্তরবঙ্গ থেকে গাঁজার একটি বড় চালান রাজশাহীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের কাছে আমাদের একটি টিম অবস্থান নয়ে। এসময় একটি ডেলিভারি ভ্যানের গতি রোধ করে সেটি তল্লাশি করা হয়। ওইে ডলিভারি ভ্যানের মধ্যে রাখা ছিল প্লাস্টিকের বদনা। তার নিচে কৌশনে ৪ টি পোটলায় লুকানো ছিল ৩৬ কেজি গাঁজা।
এদিকে আটককৃত আসামিদের মধ্যে আমজাদ হোসেন ও ইসমাইল হোসেনকে এর আগে গত ১১ জুন ১০৫ কেজি গাঁজা সহ সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী থেকে মামলা দেওয়া হয়। জামিনে বের হয়ে এসে তারা আবরও একই কাজে জড়িত হয়েছে।
আটককৃত তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।