নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান হিরোকে (৪৬) গ্রেফতার করেছে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
শনিবার রাতে নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহমুদুল হাসান হিরো প্রেমতলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামে। বসবাস করেন নগরীর তেরখাদিয়া এলাকায়।
রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন জানান, আওয়ামী লীগ নেতা হিরো বোয়ালিয়া মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি।
গত ২৫ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানায় এ মামলাটি করেন বাদী রোকনুজ্জামান। রোববার সকালে পুলিশ আওয়ামী লীগ নেতা হিরোকে আদালতে পাঠানো হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।