রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

রাজশাহীতে আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে বোয়ালিয়া মডেল থানার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) বিভূতি ভূষণ ব্যানার্জি।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর এই পূজা উদযাপনকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা পরিকল্পনা থাকে। সামনে জাতীয় নির্বাচন, অনেকেই এ সময় নানা বিষয় নিয়ে বিশৃঙখলা তৈরি করার চেষ্টা করবে। এর আগ মুহুর্তে আমরা পূজা উদযাপন করতে যাচ্ছি তাই নিজেদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমরা পূজার দিনগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখবো। এবং জরুরি যোগাযোগের জন্যও ব্যবস্থা রাখা হবে। অনলাইনে কোন রকম ধর্মীয় উস্কানিমূলক কর্মকান্ড ঘটলে তা আমাদের জানিয়ে সহযোগিতা করবেন এবং তা এডিয়ে চলবেন।

 

এছাড়াও বিসর্জনের সময় আলোর পর্যাপ্ত ব্যবস্থা ও বিদ্যুৎ চলে গেলেও বিকল্প আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি।

 

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট শরৎ সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, রাজশাহী হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ প্রিয় রাজ কুমার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও মহানগর পূজা উদযাপন কমিটি সাবেক সভাপতি অলক কুমার দাস।

 

উল্লেখ্য, এবার রাজশাহী নগরীতে মোট ৫৫ টি মন্ডপে শারদীয় দূর্গোউৎসব উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991