বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

রাজশাহীতে কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে ট্রাফিক বিভাগের চেকপোস্ট অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পঠিত

 

মো: ফারুক হোসেন রাজশাহী ব্যুরো :    রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে চেকপোস্ট পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ অভিযান চলে। মহানগরীর সাহেববাজার, বড়কুঠি, লক্ষ্মীপুর, ভদ্রা, শালবাগানসহ বিভিন্ন এলাকায় গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করা হয়। অভিযানে গাড়ির ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ইন্সুরেন্স না থাকা একাধিক গাড়ি আটক করা হয় এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়।

আরএমপি ট্রাফিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ যানবাহন ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চেকপোস্ট পরিচালনার কারণে যানবাহন চলাচলে সাময়িক ভোগান্তি হলেও সাধারণ নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত হবে।

আরএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং নিয়মিত মনিটরিং করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991