ফারুক হোসেন ব্যরো প্রধান : রাজশাহীতে চালককে হত্যা করে তার রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার দুপুরে রাজশাহীর দামকুড়া থানার কাদিপুর ল-পাড়া গ্রামের আমবাগানে নিহত রিকশা চালকের মরদেহ পাওয়া যায়। শনিবার দিবাগত রাতে এমন ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নিহত রিকশাচালকের নাম সাজিমুল (৩৫)। দামকুড়া থানার বাথান বাড়ি গ্রামে তার বাড়ি। বাবার নাম আলম।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সাজিমুল এক ব্যক্তির ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন। শনিবার বিকালে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে স্থানীয়রা আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তার রিকশা ছিনতাই করে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।