নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়িতে দুইজন পুলিশ থাকলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ জানায়, মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রসার সামনে রাজপাড়া থানার ওসির গাড়ি রাখা ছিল। দুপুর আড়াই টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তরা ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাংচুর করে। ইট আঘাতে গাড়ির সামনের কাচ ও লাইটগুলো ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারিয়া পালিয়ে যায়। এ ঘটনার পর এই এলাকা থেকে পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। আটকৃতরা নিজের ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।
রাজপাড়া থানা ওসি রফিকুল হক বলেন, জেলা প্রশাসনের কার্যালয় ঘরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে এ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানেই দৃবৃত্তরা হামলা করে গাড়ি ভাংচুর করে