শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ বার পঠিত

মোঃ শহিদুজ্জামান সোহেল রাজশাহী ব্যুরো:  রাজশাহী মহানগরীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ভ্রাম্যমান মুরগি ব্যবসায়ী কামাল হোসেন নিহতের ঘটনায় ট্রলি চালক বর্ষণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ তথ্যপ্রযুক্তির সহায়তায়। রবিবার দুপুর সোয়া ৩ টার দিকে মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ট্রলি চালক কাটাখালি এলাকার বাখরাবাজ এলাকার লিটনের ছেলে আব্দুর রহমান বর্ষণ (২১)। পরবর্তীতে মৃত কামাল এর ভাতিজা আবজাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চালক ও হেলপারের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।

এরপর র‌্যাব অজ্ঞাতনামা চালক ও হেলপারককে সনাক্তকরণের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং পেট্রোল পাম্পের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ড্রাইভার ও হেলপারকে সনাক্ত করে। উল্লেখ্য যে, গত ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে মহানগরীর ভদ্রা হতে তালাইমারীগামী বাবুল পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতিতে একটি ভুটভুটি মুরগরি ব্যবসায়ী কামাল উদ্দিন মিয়াকে রাস্তায় চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়।

পরে অজ্ঞাতনামা গাড়ি চালক এবং হেলপার ভুটভুটি রেখে পালিয়ে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক গাড়ি চালক আব্দুর রহমান বর্ষণকে গ্রেপ্তার করে র্যাব-৫ রবিবার বিকেলে বেলপুকুর এলাকা থেকে এবং বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991