ফারুক হোসেন ব্যুরো প্রধান: নর্থ ব্রীজ স্কুলের প্লে গ্রুপ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের উৎসব মুখরপরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী কাদিরগঞ্জ এলাকা সংলগ্ন ঈদগাহ মাঠে এই ক্রীয়া ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীয়া ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেন মেয়র ও ১৩ নং কাউন্সিলর আব্দুল মোমিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার মোঃ মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন নর্থ ব্রীজ স্কুলের পরিচালক জাকিরুল ইসলাম রবেল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আব্দুল সালাম জনি পরিচালক নর্থ ব্রীজ স্কুল, রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মোমিন। তিনি তার বক্তব্যে বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরা প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির জন্য বিশেষ ভূমিকা পালন করবে।