মোঃ সুজন আহাম্মেদ স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে পবা, মােহনপুর, গোদাগাড়ী ও বাঘমারা উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ৪ দিনব্যাপী মতবিনিময় সভার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের সুলতানাবাদ অফিসে এ মতবিনিময় সভার সমাপনী অনুষ্ঠিত হয়।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের বিভিন্ন কর্মসূচী সর্ম্পকে আলোচনা করা হয়। সভায় মোট ৭০ জন সি এস ও সদস্য অংশগ্রহণ করনে।
এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান পল্লব প্রতিষ্ঠান ও প্রকল্পের কাজ সর্ম্পকে আলোচনা করেন। সার্বিক সহযোগীতা করেন ডাটা কনস্যালটন্টে সাব্বরি ইসলাম।
এছাড়াও গত দুই বছরের অর্জন ও ৩য় বছরের কর্ম পরিকল্পনা জেলা ব্যবস্থাপক হাসবিুল হাসান বর্ণনা করনে। সভায় সি এস ও সদস্যগণ আগামী ৬ মাসরে কর্মপরকিল্পনা প্রস্তুত করেন।
আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান, মূলত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালন করা অগ্নি প্রকল্পের কাজ। প্রকল্পের থেকে এ পর্যন্ত ৬৪ জন ভিকটিমকে আইনী সহায়তা প্রদান করা হয়ছে। কাজে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত হওয়া সামাজিক দায়বদ্ধতা। অগ্নি প্রকল্প নিয়ে ব্রাক এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। এ প্রকল্পের কার্যক্রম রাজশাহী ও গাজীপুর জেলায় পরিচালিত হচ্ছে।