বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

রাজশাহীতে নিষিদ্ধ ৯৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ এক আটক 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী: রাজশাহীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

শহরের ডাঁসমারী খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

 

শনিবার সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

আটক মাদক কারবারির নাম হাফিজ উদ্দিন (২১)। তিনি চরখিদিরপুর মধ্যচর গ্রামের আহসান আলীর ছেলে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড়ের সাজদারে বাড়ির সামনে বটতলার নিচে এক মাদক কারবারি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে অবস্থান করছে।

 

এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছায়। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করে হাফিজ উদ্দিন। তবে তাকে ধাওয়া দিয়ে আটক করে র‍্যাব। আটকের পর তার দেহ তল্লাশি করে ৯৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়। এছাড়াও তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991