নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানা সংলগ্ন রায়পাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে নিহত ওই বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)।
তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকার ছইমুদ্দীনের স্ত্রী।
রাজশাহী রেলওয়ে গভর্নমেন্ট পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, আজ সকালে জাহানারা বেগম রায়পাড়া রেলগেট পার হচ্ছিলেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেন আসছিল। তবে ট্রেনের হর্ন শুনতে না পেরে তিনি পারাপারের সময় কাটা পড়েন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।