রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বিদেশী পিস্তলসহ মোঃ রেজাউল (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫,এর সদস্যরা।
শনিবার দুপুর দেড় টায় রাজশাহী চারঘাট থানাধীন হলিদাগাছী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ রেজাউল উপজেলার পুঠিয়া থানাধিন বিড়ালদহ মাজার এলাকার আমজাদ আলীর ছেলে।শনিবার বিকেল ৪টায় র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, জানতে পারে, রাজশাহীর চারঘাট থানাধীন হলিদাগাছী বালিকা বিদ্যালয়ের সামনে ১জন অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ রেজাউল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা ।
এ ব্যপারে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে চারঘাট থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব ।