নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাটি সিন্ডিকেটের অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ অব্যাহত রয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার কমলাপুর গ্রামে মাটি কাটার সময় স্কেভেটর চালক হাফিজুর রহমানকে (২২) হাতেনাতে ধরে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম জানান, মধ্যরাতে অভিযান চালিয়ে মাটি কাটার সময় স্কেভেটর চালককে আটক করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। স্কেভেটরের মালিক জরিমানার টাকা পরিশোধ করেন।
জানা যায়, হাফিজুর রহমান সিরাজগঞ্জের চৌহালী উপজেলার গোসাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আকবর শেখ। অভিযানে স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন শামসুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের উঁচু জমি ‘চাষযোগ্য’ করার নামে কৃষিজমির উপরের মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। এতে কৃষকেরা কোনো লাভ না পেলেও জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।
এ বিষয়ে শামসুল ইসলাম বলেন, “মাটি সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, মাটি সিন্ডিকেটের মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কৃষিজমি রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।