০৮ এপ্রিল, ২০২১ইং
লকডাউনে গভীর রাতে যাত্রী ভর্তি বাস আটকাতে ব্যর্থ হওয়ায় রাজশাহী মহানগরীর কাশিডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ ও কাশিয়াডাঙ্গা জোনের ডিসি মনিরুল ইসলামকে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকেএ নির্দেশনা দেন তিনি। পরে সেই বাস ও ট্রাকটি বেলপুকুর থানা পুলিশ আটকায়। ওসি এসএম মাসুদ পারভেজকে ক্লোজডের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও ডিসির বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নগরীর কাশিয়াডাঙ্গা থানার
অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, যাত্রীবাহী একটি বাস ও ট্রাক যাচ্ছিল। আমরা সেটিকে আটকাতে ব্যর্থ হয়েছি। বাসটি আটকানোর যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আটকাতে ব্যর্থ হওয়ায় আমাকে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন কমিশনার স্যার। এ ব্যাপারে কাশিয়াডাঙ্গা জোনের ডিসি মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। নাম না প্রকাশ করার শর্তে আরএমপির এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ কমিশনার স্যার সেটে আরএমপির কাশিয়াডাঙ্গা জোনের ডিসি ও থানার ওসিকে ক্লোজড করার নির্দেশনা দেন। যাত্রীবাহী বাস ও ট্রাক আটকাতে ব্যর্থ হওয়ায় এ নির্দেশনা দেন তিনি। জানা গেছে, গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস ও ট্রাকটিতে বিপুল পরিমাণ মানুষ ঢাকার দিকে যাচ্ছিল৷ লকডাউন এর কারণে সরকার গণপরিবহনের বন্ধের নির্দেশ দিয়েছে।
Leave a Reply