ফারুক হোসেন ব্যুরো প্রধান: রাজশাহী নগরীতে লাঠি বাঁশ নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় ৭ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকাল-৫টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন ট্রাক টার্মিনাল থেকে ৪ জন ও কাটাখালি বাজার মহাসড়ক থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন সহ চাঁদাবাজির নগদ ৬,৮০৫ টাকা জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো চাঁদাবাজ চক্রের মূলহোতা মোঃ আক্তারুজ্জামান হেলেন (৪৯) সহযোগী মোঃ আঃ রাজ্জাক (৪৭), মোঃ আঃ কুদ্দুস (৫৫), মোঃ মিন্টু (৩৬), মোঃ আশরাফুল ইসলাম (৩২), মোঃ মানিক (৩৮) ও মোঃ দুরুল হুদা (৩৮)।
সোমবার সকালে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে এবং লাঠি বাস হাতে নিয়ে মহাসড়কে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিল।
ভাউচার ও টোকেনের মাধ্যমে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতো তারা। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এছাড়া বিভিন্ন সময় মারধর এবং গাড়ীও ভাংচুর করে তারা।
ধৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম ও কাটাখালী থানায় পৃথকভাবে চাঁদাবাজি মামলা চলমান রয়েছে বলেও জানায় র্যাব।