শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে হরতালে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

রাজশাহীতে হরতালে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় হরতালে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আজ রবিবার বেলা ১১টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে জানা যায়, রাজশাহীতে কর্মরত পুলিশ সার্জেন্ট শহীদুজ্জামান রিপন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে প্রাইভেটকারে শশুরবাড়ি লালপুরে আসছিলেন। প্রাইভেটকার বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া নামকস্থানে পৌঁছলে দূর্বৃত্তরা তার পথরোধ করে গাড়ি ভাঙতে শুরু করেন।
পুলিশ সার্জেন্ট গাড়ি থেকে নেমে আসার সঙ্গে-সঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় গাড়িটি। প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে দূর্বৃত্তরা ছিঁটকে পড়ে। পুলিশ সার্জেন্ট শহীদুজ্জামান রিপন চারঘাট উপজেলার সারদা কুঠিপাড়া গ্রামের আবু বক্করের ছেলে বলে জানা গেছে। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
এ ছাড়া সকাল ৮ টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা পৌরসভার ছাতারী এলাকায় জামায়াত ইসলামীর কর্মিরা রাস্তায় টায়ার ও কাঠের খড়িতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করে।
এ ঘটনায় পুলিশ সার্জেন্ট শহীদুজ্জামান রিপন বলেন, কিছু বুঝে উঠার আগেই গাড়িতে আক্রমণ করে। গাড়ি থেকে বের হওয়ার সাথে-সাথে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গাড়ি পুড়ে গেল আমার চোখের সামনে, কিছুই করতে পারলাম না।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকেটাররা পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991