বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ দুইজন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পঠিত
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের উপশহরের ১ নম্বর সেক্টর ঈদগাহের সামনে থেকে তাঁদের আটক করা হয়। র‍্যাব জানায়, হেরোইনের হাতবদলের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

 

আজ বুধবার সকালে র‍্যাব-৫-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পরমানন্দপুর গ্রামের মো. সিহাব (২৬) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাই গ্রামের আবুল কাশেম (১৯)। র‍্যাব জানায়, কাশেম হেরোইনের চালানটি নিতে টাঙ্গাইল থেকে রাজশাহী এসেছিলেন, আর সিহাব চালানটি হস্তান্তরের জন্য গোদাগাড়ী থেকে শহরে আসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। তাঁদের আটক করার পর নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয় এবং র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991