নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে টাকা আত্মসাতকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর নাম আব্দুল মালেক (৩৯)। তিনি বাঘার পাকুড়িয়া এলাকার কাদের বক্সের ছেলে। তিনি ১৬ লাখ টাকা আত্মসাত মামলার আসামী ছিলেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, এজাহারনামীয় পলাতক আসামী আব্দুল মালেক (৩৯) বাঘায় নিজ বসতবাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই সাথে তার বাড়ি তল্লাশী চালিয়ে ১৬ লাখ টাকা উদ্ধার করে।
গ্রেফতার মালেক র্যাবের বিজ্ঞাসাবাদে জানায়, তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া ১৪৫ বিবি রোডের মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর কেয়ারটেকার হিসাবে প্রায় ১২ বছর যাবত কর্মরত ছিলেন। সেই প্রতিষ্ঠানটি দেখাশুনা করার পাশাপাশি রাত ৭টায় ম্যানেজার ডিউটি শেষে চলে যাওয়ার সময় সমস্ত হিসাব এবং নগদ টাকা তাকেক বুঝিায়ে দিতো। পরের দিন সকাল ১০ টায় এ্যাডমিন ম্যানেজার অফিসে আসলে তার নিকট বুঝিায়ে দিতো। এভাবে দীর্ঘ ১২ বছর যাবত তিনি বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ২৯ জানুয়ারী সকাল ১০ টা হতে ওই প্রতিষ্ঠানের এ্যাডমিন ম্যানেজার সাইফুল ইসলাম ছুটিতে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাবের সমস্ত টাকা এ্যাডমিন ম্যানেজার এর অনুমতি সাপেক্ষ্যে ক্যাশ হতে বুঝে নিয়ে নিজের কাছে রাখতো। কিন্তু প্রতিষ্ঠানের ভাড়া ও কর্মচারীদের বেতন দিবে বিধায় তার কাছ হতে টাকা বুঝিয়ে নেয়া হয় নাই।
গত ২৯ জানুয়ারী ৬,৪০,৩০৯ টাকা, ৩০ জানুয়ারী ৬,৬৩,৭৫২ টাকা এবং ৩১ জানুয়ারী ৬,৮৬,৮৫৪ টাকাসহ সর্বমোট উনিশ লক্ষ নব্বই হাজার নয়শত পনেরো টাকা জমা হয়। ১ ফেব্রুয়ারী সকাল ১০টায় প্রতিষ্ঠানের জিএম হেমায়েত হোসেন হিমেল (৪৮) তার কাছে টাকা বুঝিায়ে নেওয়ার জন্য তাকে খোঁজাখুজি করে তাকে পান না। এমন কি মালেকের ব্যবহৃত ফোন নম্বরে ফোন করলেও সেটি বন্ধ পান। পরে প্রতিষ্ঠানের সিসি ক্যামের চেক করে দেখা যায়, গত ১ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে মালেক একটি ব্যাগে অভিনব কায়দায় ১৬ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠান থেকে বাইর যান। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের পক্ষে তার বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলার সূত্র ধরে মালেককে আটক করে র্যাব।