পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার, এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোছাঃ পারুল বেগম (৪৫), স্বামী মোঃ ইসরাফিল হোসেন শাহ্, সাং-তাহেরপুর পাকুড়িয়া (দক্ষিণপাড়া), থানা- মোহনপুর, জেলা-রাজশাহীকে ইং-২৯/০৫/২০২২ তারিখ বেলা ১৩.৫০ ঘটিকায় মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ সোহেল(৪৫), পিতা-মোঃ এরশাদ আলী এর পানের বরজের ভিতর পশ্চিম পার্শ্বে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন ও অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে ১নং ধৃত আসামীর হেফাজত হইতে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন ও ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (সর্বমোট মূল্য অনুমান-৩,০৬,০০০/-(তিন লক্ষ ছয় হাজার) টাকা সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।